Thursday, October 31, 2024

Brahmanbaria Adventure | ব্রাহ্মণবাড়িয়া অভিযান

ব্রাহ্মণবাড়িয়া শিল্প-সাহিত্য ও শিক্ষা-সংস্কৃতির ঐতিহ্যবাহি সুপ্রাচীন একটি শহর। তিতাস নদীর অববাহিকায় অবস্থিত এই জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। ৯টি উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা গঠিত। ব্রাহ্মণবাড়িয়াকে ১৯৮৪ সালে একটি জেলা হিসাবে ঘোষণা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার সরাসারি কোনো সংযোগ সড়ক নেই। প্রায় ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলার আখাউড়া অথবা সরাইল হয়ে জেলা সদরে আসতে হয়। ২০১৬ সালের সেপ্টেম্বরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিরাইলকান্দি থেকে বিজয়নগরের পত্তন ইউনিয়নের  সীমানা পর্যন্ত সড়ক নির্মাণের কাজ শুরু হয়। সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩৫ কোটি টাকা। বর্তমানে সড়কটি চালু করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে সড়কটির নামকরণ করা হয়েছে ‘শেখ হাসিনা সড়ক’।



নদীর পাশেই আবিরাম সুন্দর পরিবেশে, নবীনগরে স্থাপিত আহমেদ গার্ডেন সিটি ও হাসপাতাল। নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য চমৎকার পরিবেশ।