সরকারি চাকরির নিয়োগ বেশ দীর্ঘ সময়ের ব্যাপার। তাই শুধু একটি পরীক্ষা দিয়ে বসে থাকলে চলবে না। পাশাপাশি অন্যান্য চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। মাস্টার্স চলাকালীন অবস্থায় বেশ কয়েকটি সরকারি ব্যাংকে প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা পরীক্ষা দেয়ার সুযোগ হয়েছিল। যদিও চূড়ান্তভাবে নির্বাচিত হইনি, তার পরেও...
Showing posts with label Philosophy. Show all posts
Showing posts with label Philosophy. Show all posts
Saturday, June 6, 2020
Friday, June 5, 2020
সময় : সুসময় - দুঃসময় ও অসময় (পর্ব ১)
সময় সাধারণত দুই প্রকার - ভালো সময় আর খারাপ সময়।
এছাড়া
অন্য
যা
আছে
সেটি
হল অসময় / ভুল সময় ।
ভালো
সময়
রাস্তার
ফকিরকেও
রাজা
বানিয়ে
দেয়,
আর
খারাপ
সময়ে
ঘটে
ঠিক
তার
উল্টোটা।
কিন্তু
এই
দুই
প্রকার
সময়ের
মধ্যে
এক
অদ্ভুত
মেলবন্ধন
রয়েছে।
কারো
জন্য
ভালো
সময়
তো
অন্য
কারো
জন্য
সেটি
খারাপ
সময়।
আর
সে
জন্যই
বলা
হয়ে
থাকে
-...
Friday, May 18, 2018
প্রশ্ন
প্রিয় 'তুমি' ,
আমি জানি যে এই আমি তোমার অচেনা কেউ নই , তবে অনেকাংশেই অজানা। আর এই চিঠিটা পড়ার পর আবারও ভেবে নিও। আরও একটিবার ভেবে দেখ, আমায় চেনো ? জানো ? ভালবাসো ? কেন ? উত্তর আমাকে দিতে হবে না , কারণ আমি তা জানি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করে দেখ , উত্তর পেয়েছো ? আমায় তুমি কতটা...
Tuesday, August 15, 2017
শরীর ও মন এবং সমাজ ও মূল্যবোধ
শরীর ও মন - এর মধ্যে একটি বস্তুগত আর অপরটি অবস্তুগত, তবে কাল্পনিক নয়। সহজভাবে বলতে গেলে একটির Physical Existence আছে আর অপরটির রয়েছে Logical Existence। তবে যারা এই Logic অর্থাৎ এই যুক্তি মানতে নারাজ তাদের জন্য চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা যায় - "শরীর এবং মন এক ও অভিন্ন"।...
Wednesday, November 30, 2016
Tuesday, October 4, 2016
অসমাপ্ত ( ২য় পর্ব )
বৃষ্টিতে আমি প্রায় বেশ খানিকটা ভিজে গিয়েছিলাম তাই ফ্যানের ঠিক নিচের সিটেই বসে পড়লাম যাতে শার্টটা অন্তত কিছুটা হলেও শুকিয়ে যায়। বৃষ্টির কারনে বাস আসতে আরও খানিকটা সময় লাগতে পারে। তবে আমি ছাড়া এই বিষয়ে আর কারও কোন চিন্তা নেই। অবশ্য এই শিববাড়ী মোড়ের কাউন্টারে তখন আমরা মাত্র তিনজনই অবশিষ্ট আছি।...
Friday, September 2, 2016
অসমাপ্ত ( ১ম পর্ব )
সঠিক দিন, তারিখ, ক্ষণ কোন কিছুই মনে নেই। কেবল এতটুকুই মনে আছে সেদিন আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরেছিল। হয়ত প্রকৃতিও আমাদের প্রথম সাক্ষাৎকে তার অনিন্দ্যসুন্দর ভঙ্গিমায় উদযাপন করে নিয়েছিল। অনেক কারনেই ঢাকার বাইরে অন্য যে শহরটাতে আমার সবথেকে বেশি ভ্রমন করা হয়েছে সেটি হল খুলনা শহর। আর খুলনা শহরে...
Monday, February 29, 2016
উপলদ্ধি ( ৫ম পর্ব )
পার্থিব জীবনের সংকটময় মুহূর্তে ধৈর্য ধারণ করা কষ্টকর বটে কিন্তু আমাদের মনে রাখা উচিত যে এই অবস্থা চিরস্থায়ী নয় । যখন আমরা কোন সংকটময় অবস্থার সম্মুখীন হই তখন সেই অবস্থাকে আরও চরমভাবাপন্ন করতে নতুন করে আরও কিছু সমস্যার সৃষ্টি হয় । আবার যখন আমরা সেই সংকটময় অবস্থা থেকে মুক্তি লাভ করি তখন ধীরে ধীরে অন্য...
Sunday, January 31, 2016
Wednesday, December 30, 2015
Friday, November 27, 2015
My crazy stupid thoughts ( Part 13 )
As time changes, changing is necessary but not sufficient. If you can't change yourself with the time, then it will change everything against you.
You may have thousands of reasons of your failure but at the end it only matters that you have failed.
...
Thursday, September 17, 2015
সময়
এই বৈচিত্র্যময় পৃথিবীতে একটি মানবশিশু যখন জন্মগ্রহণ করে, সে টাকা-পয়সা
বা ধন-সম্পদ নিয়ে জন্মগ্রহণ করে না। মানুষ খালি হাতেই এই পৃথিবীতে আসে,
আবার খালি হাতেই পৃথিবী ছেড়ে চলে যায়। এর মাঝে থাকে কিছুটা সময়কাল, জন্মের
পর থেকে মৃত্যু পর্যন্ত সময়কাল।
মানুষ পৃথিবীতে যা কিছুই
অর্জন করুক, তা শুধু সময়ের...
Tuesday, July 28, 2015
Tuesday, July 7, 2015
Wednesday, May 27, 2015
Saturday, February 7, 2015
Sunday, January 4, 2015
My crazy stupid thoughts ( Part 10 )
I'm sorry .... Sometimes I don't actually mean what I say and of course I'm not the perfect one but may be a little special compared to others !!
Some memories that hunts us down . Just let it go and find peace yourself . Remember you are the only solution of it .
...
Saturday, December 27, 2014
My crazy stupid thoughts ( Part 9 )
God sends an angel for everyone !
You may not be aware of that but God always sends someone to show you the right path . I still don't know when God will send one for me !!
If you don't find one for yourself, then you may be the angel for someone else !!!...