এই বৈচিত্র্যময় পৃথিবীতে একটি মানবশিশু যখন জন্মগ্রহণ করে, সে টাকা-পয়সা
বা ধন-সম্পদ নিয়ে জন্মগ্রহণ করে না। মানুষ খালি হাতেই এই পৃথিবীতে আসে,
আবার খালি হাতেই পৃথিবী ছেড়ে চলে যায়। এর মাঝে থাকে কিছুটা সময়কাল, জন্মের
পর থেকে মৃত্যু পর্যন্ত সময়কাল।
মানুষ পৃথিবীতে যা কিছুই
অর্জন করুক, তা শুধু সময়ের বিনিময় মাত্র। আপনি যে কাজে আপনার যত সময় ব্যয়
করবেন, সেই কাজেই আপনি তত দক্ষতা অর্জন করবেন। আর আপনার এই কর্মদক্ষতা ও
সময়ের বিনিময়েই আপনি অর্জন করতে পারবেন টাকা-পয়সা, ধন-সম্পদ,
শিক্ষা-দীক্ষা, খ্যাতি-সুনাম সবকিছু। ধরুন আপনি হয়ত ভাবছেন আপনার কোন এক
বন্ধুর কথা, সে কিভাবে এত ভাল ফুটবল খেলে? আপনি যে সময়টাতে এই সব চিন্তা
করছেন, সেই সময়টাতে হয়ত আপনার বন্ধুটি ফুটবল প্র্যাকটিস করছে। আপনিও যদি
তার মত ভাল ফুটবল খেলতে চান তাহলে আপনার বন্ধুটির মত ফুটবল প্র্যাকটিসে সময়
ব্যয় করুন। কারন আপনি উত্তরাধিকারসূত্রে সম্পত্তি লাভ করতে পারেন, দক্ষতা
নয়।
সময় কারও জন্য অপেক্ষা করে না। আপনার প্রচুর
টাকা-পয়সা আছে, তাই বলে আপনি নিশ্চয় তা জলে ভাসিয়ে দিবেন না। আগেই বলেছি,
সময়ের বিনিময়েই আপনি অর্জন করতে পারবেন টাকা-পয়সা, ধন-সম্পদ সবকিছু।
তাহলে, আপনি সময় কেন বৃথা নষ্ট করবেন? কে জানে, আপনি যে সময়টা বৃথা নষ্ট
করছেন হয়ত সে সময়টাতেই আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করছে।
0 comments:
Post a Comment