Wednesday, September 23, 2015

শেষ নেই

শরতের মেঘমুক্ত আকাশ মধ্যরাতে সবাই যখন ঘুমিয়ে তখন হয়ত আকাশটা দেখতে আরও বেশি সুন্দর লাগে  রাত:৪৫ মিনিট; আমি , আমার গিটার , ল্যাপটপ , Wireless headphone , আর আকাশ হয়ত আমার আকাশ দেখাটা এমনই  কখনও গিটারে পছন্দের গান গুলো তোলার চেষ্টা করছি , কখনো আবার ল্যাপটপে সেই গানগুলোই শুনছি

আমি এক ক্ষুদ্র সত্তা ; আর আকাশটা অনেক বিশাল , অসীম আমরা জানি পদার্থের ক্ষুদ্রতম কনার নাম পরমাণু (Atom) আর তা এতই ক্ষুদ্র যে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও একে দেখা কষ্টসাধ্য পরমানুর আভ্যন্তরে থাকে নিউক্লিউয়াস যাকে কেন্দ্র করে আবর্তিত হয় ইলেকট্রন পরমাণুর সমষ্টি নিয়ে গঠিত হয় অনু আর পদার্থ মানেই অসংখ্য অনুর সমষ্টি
 
বৈচিত্র্যময় পদার্থের সমাহার আমাদের চারপাশে আর এসব নিয়েই আমাদের পৃথিবীসৌরজগতের এক ক্ষুদ্র গ্রহ মাত্র  আকাশের দিকে তাকিয়ে অপূর্ব যে চাঁদটা দেখছিলাম সেটি পৃথিবীর একমাত্র উপগ্রহ যা আমাদের পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে  আর আমাদের এই পৃথিবীটা আবর্তিত হচ্ছে সূর্যকে কেন্দ্র করে সূর্য হচ্ছে একটি নক্ষত্র আর এই রকম এক একটি নক্ষত্র নিয়ে গঠিত হয় সৌরজগতের ন্যায় এক একটি জগত বা নক্ষত্রব্যবস্থা (Solar System) যাতে থাকে পৃথিবীর মত আরও অনেক গ্রহ (Planet)   এখানেই শেষ নয় এই রকম অসংখ্য নক্ষত্রব্যবস্থার সমন্বয়ে গঠিত হয় একটি ছায়াপথ বা গ্যালাক্সি (Galaxy) এই সব নক্ষত্রব্যবস্থা আবার তার সকল গ্রহ-উপগ্রহ নিয়ে গ্যালাক্সিকে ঘিরে আবর্তিত হচ্ছে  আমাদের সৌরজগত যে ছায়াপথ বা গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম আকাশগঙ্গা বা মিল্কিওয়ে (Milky Way) অসংখ্য নক্ষত্রব্যবস্থা নিয়ে যেমন একটি গ্যালাক্সি গঠিত হয় ঠিক সেরকম কয়েক হাজার গ্যালাক্সি নিয়ে গঠিত হয় একটি ক্লাস্টার। আবার অনেক গুলো ক্লাস্টার নিয়ে হয় একটি সুপার ক্লাস্টার (Supercluster)

এখন পর্যন্ত বহু গ্যালাক্সি আবিষ্কৃত হয়েছে আমরা যে গ্যালাক্সিতে বাস করছি তার ব্যাস প্রায় ৯০০০০ আলোকবর্ষ (আলো এক বর্ষে যে পরিমান দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে) আলোর গতি 3x108 ms-1   তাহলে বুঝতেই পারছেন কতটা বিশাল এই ছায়াপথ ; এর কেন্দ্র থেকে সূর্যের  দূরত্ব . কিলোপারসেক (.২৬ আলোকবর্ষ = পারসেক আর ১০০০ পারসেক = কিলোপারসেক )

  আরও মজার ব্যাপার হল মহাবিষ্ফোরণের (Big Bang) পর থেকে মহাকাশের সব বস্তু একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে। আর এর ফলে প্রথমে আমরা দূরবর্তী গ্যালাক্সিগুলো দেখতে পেলেও ধীরে ধীরে দূরের গ্যালাক্সিগুলো আমাদের দৃশ্যপট থেকে দূরে সরে যাবে  অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে ; যার কোন শেষ নেই , অসীম ......

0 comments:

Post a Comment