আমার মত যারা নিশাচর প্রাণী তারা হয়ত রাতের বেলা অনেক ধরনের অভিজ্ঞতারই সম্মুখীন হয়েছেন। আমিও অনেকবার অনেক ধরনের অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছি তবে আজকে যে ঘটনার কথা বলব সেটা ঘটেছিল October 31, 2014 প্রায় ১ বছর আগে।
আনুমানিক রাত ২.০১ মিনিটে ০১৭৮৭৯৯৪৯৭১ নাম্বার থেকে Call আসল। তারপর ......
- হ্যালো স্লামালেকুম ! কে বলছেন ??
- আমি এক পবিত্র আত্মার মাজার থেকে বলছি ...... তুই আমার সালাম কেন গ্রহন করলি না ?
[ ভাবলাম হয়ত কোন Friend মজা করছে কারন সবাই জানে যে আমি রাতের বেলায় সাধারণত জেগেই থাকি ]
- আরে ভাই সালাম তো আমি ই আগে দিলাম ...... আর কে আপনি ? কাকে চাচ্ছেন ?
- খামোশ ! বেয়াদপ !! তুই জানিস না তুই কত বড় ভুল করেছিস !!!
- ধুর ! আর ভাল্লাগছে না ...... অনেক দিন দেখা করি না, ফোন ও ধরি না তাই মন খারাপ তো ? Exam চলছে ... কি করুম?
- দেখা !! খুব শীঘ্রই তুই আমার দেখা পাবি ...... আমি জ্বীনের বাদশাহ হাবিবুল্লাহ বিন শায়খ !!
[ এইবার বুঝলাম এইটা অন্য কেস; মানে আতলা পাবলিক ]
- ওহ আচ্ছা ! আজকাল জ্বীনের বাদশাহ মোবাইল ব্যাবহার করে নাকি ? আবার রাত-বিরাতে ফোনও দেয় ।
- ওহে বেয়াদপ তোর দিন শেষ হয়ে এসেছে ...... তোর সব পাপের সাজা তুই পাবি ।
তোকে বিগত বৃহস্পতিবার বাদ আসর সালাম পাঠানো হয়েছিল তার উত্তর তুই দিস নাই
...... আগামী শুক্রবার বাদ আসর তুই রক্তবমি করে মারা যাবি । দুনিয়ার
কোন ডাক্তার কবিরাজ তোকে বাচাতে পারবে না ।
- তাই নাকি ?? ইন্না লিল্লাহ ............
- তোর সারা শরীর কালো বর্ণ ধারন করবে ... চোখ দুটো সাদা হয়ে যাবে
...... কেউ তোকে দাফন করতে আসবে না ... লোকজন তোর লাশ দেখে ভয় পাবে
......... মুক্তির আর কোন উপায় নেই ....... তোর ভুলের জন্য তওবা কর ।
- আচ্ছা ভাল !! আমার চল্লিশার দাওয়াত রইল ...... আইসা খাইয়া যাইয়েন গরম গরম :P
[ এই পর্যায়ে আঁতেল টা বুঝতে পারছে যে এইখানে বিশেষ সুবিধা করতে পারবে না ]
- বাঁচতে চাইলে একটাই উপায় ...... জানের বদলা জান দিতে হবে ।
- মানে ?
- আগামীকাল জুমার নামাজের পর তোর জানের সদ্গা হিসেবে একটা গরু কুরবানি
দিতে হবে .... তার গোশত দেশের সব মাজারে বিলাইতে হবে ...... আর ......
- আর কি ??
- বাবার মাজারে বিশেষ দোয়া পরতে হবে ।
- কি বিশেষ দোয়া ?
- সেটা তুই বুঝবি না । তার জন্য হাদিয়া লাগবে ১০ হাজার টাকা । আগামী ৮ ঘণ্টার মধ্যে টাকা বিকাশ করে এই নাম্বারে পাঠাতে হবে ।
- ওরে চান্দুরে !! এই কাহিনি ......
[ তারপর লাইন কাটিয়া গেল; কয়েক বার চেষ্টা করেও আর লাইন পাওয়া যাই নাই ]
:o লোকজন যে আজকাল কত ধান্দা বাইর করছে .........
0 comments:
Post a Comment