Saturday, May 28, 2016

উপলদ্ধি ( পর্ব ৬ )

 আমি যখন ক্লাস ৯ এ মেয়েটা তখন ক্লাস ৭ এ নতুন ভর্তি হয় ।  আমি আবার খুব মেধাবী ছাত্র (!) ছিলাম তো তাই তেমন একটা পাত্তা দিতাম না ।  আর তাছাড়া স্কুলের সবাই আমাকে Senior ভাই হিসেবে সম্মান করত ...... তাই ওসব চিন্তা বাদ !!  কিন্তু ২ বছর পর যখন আমি ক্লাস ৯ এ ই থাকলাম আর সে চলে আসল আমাদের ক্লাসে , তখন বুঝলাম Failure is the Pillar of SUCCESS !!

 বাস স্টেশনে দাড়িয়ে থাকলে যেমন একটার পর একটা বাস আসা-যাওয়া করে কখনও বেশি দেরি হয়ে যায় আবার কখনও সময়মতই চলে আসে ।  লাইফে ঠিক তেমনি একটার পর একটা প্রেম আসে আর যায় ।  তবে সব বাসই আপনাকে আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেয় না , ঠিক তেমনি সব প্রেমই পূর্ণতা পায় না ।

বি. দ্র. :  উপরোক্ত কথাগুল বিভিন্ন সময় বিশেষ কিছু মানুষের থেকে শুনেছিলাম আর বাকিটা আমার কল্পনার মিশেল ।

0 comments:

Post a Comment